Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ৫৩ বছরেও মানুষ কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি পায়নি ■ পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো ■ দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের আওতায় টিউলিপ ■ খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ■ কলকাতায় বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি ■ জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ফেব্রুয়ারিতে কার্যক্রম ■ চাকরি হারানো ৩২১ এসআইকে পুনর্বহালের আশ্বাস
প্রবাসে দেশপ্রেমের উজ্জ্বল প্রকাশ
মন্ট্রিয়লে বিএনপির বিজয় দিবস উদযাপন
Published : Wednesday, 18 December, 2024 at 11:32 AM, Update: 18.12.2024 12:02:29 PM

মন্ট্রিয়লে বিএনপির বিজয় দিবস উদযাপন

মন্ট্রিয়লে বিএনপির বিজয় দিবস উদযাপন

কানাডার মন্ট্রিয়লে বিএনপির উদ্যোগে উদযাপিত হয়েছে লাল-সবুজের গৌরবময় অধ্যায় বাংলাদেশের মহান বিজয় দিবস। যেখানে স্মরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাস।

কানাডা বিএনপি, ক্যুইবেক বিএনপি এবং মুক্তিযোদ্ধা দল কানাডা শাখার আয়োজনে স্থানীয় সময় (সোমবার) ১৬ ডিসেম্বর মন্ট্রিয়লের একটি কমিউনিটি হলে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত করেন জিল্লুল হক।

এছাড়া, বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন, দলীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে নীরবতা পালন, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

আলোচনা পর্বে বক্তারা, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

ক্যুইবেক প্রভিন্স শাখা বিএনপির সভাপতি আবদুল মান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী।

মন্ট্রিয়লে বিএনপির বিজয় দিবস উদযাপন

মন্ট্রিয়লে বিএনপির বিজয় দিবস উদযাপন



এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, কানাডা বিএনপির সাবেক সহ সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সাইদুর রহমান, কানাডা বিএনপির সাবেক সহ সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব কামরুল হাসান হাওলাদার ফারুক, সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা দল কানাডার সভাপতি আরমান মিয়া মাস্টার ও কানাডা বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সামাদ খান নান্টু।

এছাড়া বক্তব্য রাখেন, ক্যুইবেক বিএনপির সহ সভাপতি উল্যাহ মোহাম্মদ নওশাদ, অনুষ্ঠান উদযাপন কমিটির সমন্বয়ক ও ক্যুইবেক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অনুষ্ঠান উদযাপন কমিটির সমন্বয়ক ও ক্যুইবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ শোয়েব, ক্যুইবেক বিএনপির সহ সাধারণ সম্পাদক টিপু সুলতান, ক্যুইবেক বিএনপির কোষাধ্যক্ষ আবদুল জলিল, কানাডা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আলী আকবর, সিলেট গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আলেকুজ্জামান আলেক, কানাডা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ ওয়াদুদ রোকন, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, সৌদি আরব মক্কা বিএনপির সভাপতি গাজী কামাল, যুব নেতা আখলাকুর রহমান আলমগীর, বিএনপি নেতা ইমরানুল ইসলাম তানু, রহিম আল ইদ্রিস, জুলকার নাইন, বিএনপি নেতা আলমগীর হোসেন,  যুব নেতা আব্দুল আজিজ প্রমুখ।

এসময় বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস ধরে রাখা আমাদের দায়িত্ব। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রবাসে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনার বিশেষ আকর্ষণ। কণ্ঠশিল্পী শাকিলা খান ও মিকায়েল, টিপু সুলতানের প্রানবন্ত গান পরিবেশনায় আনন্দে মেতে ওঠে প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন এ ধরনের আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, বরং প্রবাসে থেকেও বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। পুরো আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের দেশপ্রেম এবং ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উপস্থিত সবার মনে দাগ কেটে যায়।


আপনার মতামত দিন
মন্ট্রিয়লে বিএনপির বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 18 December, 2024
মার্কিন নির্বাচনে জয় পেল ৫ বাংলাদেশি
নিউ ইয়র্ক প্রতিনিধি
Thursday, 7 November, 2024
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি নিহত
নিউ ইয়র্ক প্রতিনিধি
Thursday, 28 March, 2024
 নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস গ্রেপ্তার
নিউইয়র্ক প্রতিনিধি
Monday, 19 February, 2024
নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন পালিত
বাংলা প্রেস, নিউ ইয়র্ক
Monday, 28 September, 2020
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up