Published : Tuesday, 17 December, 2024 at 11:58 PM, Update: 18.12.2024 12:19:31 AM
রাজবাড়ীতে অজ্ঞাত বাসের ধাক্কায় জাহাঙ্গীর (৩৫) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত দুইজন গোয়ালন্দ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
নিহত জাহাঙ্গীরে বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সমেশপুর এলাকায়। তার পিতার নাম সোনামদ্দিন মোল্লা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মকবুলের দোকানের পাশে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় জাহাঙ্গীর নামে এক শ্রমিক নিহত হন। এতে আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনারোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, অজ্ঞাত যানবাহনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আরো দুইজন আহত হয়েছেন। ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে।