সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ডিজিটাল অনলাইন লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গাইবান্ধার একটি বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন এক ছাত্র। বিষয়টি নিয়ে অনলাইন ও অফলাইনে চলছে নানা আলোচনা-সমালোচনা।
প্রকাশিত ফলাফলের তালিকায় দেখা গেছে, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর তালিকায় নাম এসেছে এক ছাত্রের। তার নাম মো. মোস্তাফিজুর রহমান।
জুয়েল শেখ নামে এক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেছেন, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ভর্তি ২০২৫-এর প্রথম রেজাল্ট সিটে প্রকাশিত তালিকায় ৩০ নম্বর সিরিয়ালে মো. মোস্তাফিজুর রহমান নামে একটি ছেলের নাম এসেছে কেন? প্রশাসনিক কর্মকর্তারা কি করে, কেন এই অসঙ্গতি দায়িত্ব অবহেলা কার?
এ বিষয়ে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে কিছু জানি না। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন, বিষয়টি জানি না। ভুলক্রমে এমনটা হতে পারে। তার ভর্তি বাতিল হবে।