Published : Tuesday, 17 December, 2024 at 9:12 PM, Update: 17.12.2024 9:15:11 PM
রাজধানীর মিরপুরে বিপি-১৩ এর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিলো বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়া এবং তাদের সৃজনশীলতার বিকাশ ঘটানো।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দুই শতাধিক স্কুল শিক্ষার্থী, যারা তাদের চিত্রের মাধ্যমে দেশের ইতিহাস ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজয় দিবসের নানান দিক, মুক্তিযুদ্ধের চিত্র এবং স্বাধীনতার গৌরবময় মুহূর্তগুলো নিজের ক্যানভাসে অঙ্কন করে। প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃষ্টি করা চিত্রগুলো উপস্থিত সকল দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপি-১৩ এর সদস্য ও কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। এসময় আর ওউপস্থিত ছিলেন, চারুলতা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম দিদার ও সৈয়দ ইমাম মেহেদী, গ্লোরী স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সরফ উদ্দিন সোহরাওয়ার্দী এবং দেয়ালিকা নিউজের উপ সম্পাদক হাসান রেজা শ্যামল ।
বিপি-১৩ এর সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং এমন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম এবং সৃজনশীলতার চর্চা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।