Published : Tuesday, 17 December, 2024 at 10:25 AM
গেলো কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর বিশ্বের সবচেয়ে বাজে শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে। তবে এবার দূষিত শহরের তালিকায় ভারতের দিল্লির পরেই ঢাকার আবস্থান।
মঙ্গলবার সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যানুযায়ী, ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। শহরের স্কোর ২৭৬, যা জনস্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত।
এ সময়ে দিল্লি শহর ৪৮৭ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে, যা অত্যন্ত মারাত্মক দূষণের সূচক। একই সময়ে পাকিস্তানের লাহোর শহর ২৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে, বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভো ২৬৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে এবং ভিয়েতনামের হ্যানয় ২৩৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।