পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের র্যালিকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমির হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হৃদয় রায়হান ও ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান। এদের মধ্যে মিজানুর রহমান ও আমির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের পৃথক র্যালিকে কেন্দ্র করে সরকারি কলেজের সামনে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় মিজানুর রহমান, হৃদয় রায়হান ও রেদোয়ান আহত হন।
প্রথমে হৃদয় ও রেদোয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানকে পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমির হোসেন হাসপাতালে পৌঁছালে হৃদয় ও রেদোয়ানের অনুসারীরা তাদের ওপর হামলা করেন। এ সময় আমির হোসেনের মাথা ফেটে যায়।
পরে সেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মী ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।