শনিবার রাতে ঘরের মাঠে খেলার শুরুতেই এগিয়ে যায় রায়ো ভায়েকানো। খেলার ৩ মিনিটে গোল করেন স্প্যারিশ ডিফেন্ডার ওনি লোপিজ। গোলে হজম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রিয়াল। রায়ো ভায়েকানোর রক্ষণভাগে কয়েকবার আক্রমণ চালায় তারা। তাতে অবশ্য লাভ হয়নি।
৩৬ মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। রায়ো ভায়েকানোর হয়ে গোল করেন ঘানার ডিফেন্ডার আব্দুল মুমিন। তাতে স্কোরলাইন হয় ২-০।
দুই গোল হজম করে ঘুরে দাঁড়ায় রিয়াল। এর তিন মিনিট পরেই ৩৯ মিনিটে গোল করেন ফেডেরিকো ভালভার্দে। তাতে ২-১ ব্যবধান কমায় রিয়াল। বিরতির একেবারেই আগ মুহূর্তের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের ম্যাজিক। ৪৫ মিনিটে ডান পায়ের জোরালো শটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান তিনি। প্রথমার্ধে শেষ হয় ২-২ গোলের ব্যবধানে।
বিরতির পর খেলার ৫৬ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। ডান পায়ের কোনোকোনি শটে গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-২।
পিছিয়ে পড়ে খেলার ৬৪ মিনিটে রায়ো ভায়েকানোর হয়ে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড ইসি পালাজোন। তাতে স্কোরলাইন হয় ৩-৩। বাকি সময়ে দুই দলে চেষ্টা করেছে গোল আদায় করে নেয়ার। তাতে অবশ্য লাভ হয়নি। রায়ো কাছে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
ভায়েকানোর বিপক্ষে ড্র করার পর ১৭ ম্যাচে ১১ জয়ে টেবিলের দুইয়েরিয়াল, তাদের পয়েন্ট ৩৭। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে বার্সেলোনা। ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে রায়ো ভায়েকানো।