Published : Saturday, 14 December, 2024 at 9:43 AM
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা অকাতরে নিজের বিলিয়ে দিয়েছেন, জাতির সেইসব সন্তানদের স্মরণে সারাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
শনিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবীদের স্মরণে সকাল থেকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে লাখো জনতার ঢল নেমেছে। মানুষের স্রোত নেমেছে রায়েরবাজারে বধ্যভূমি স্মৃতিসৌধেও।
তীব্র শীতকে উপেক্ষা করে ভোরেই শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসেন বিভিন্ন শ্রেণিপেশার বহু মানুষ। রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টা আসার আগেই আশপাশের এলাকা লোকারণ্য হয়ে যায়।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ, শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্মের তরুণেরা সাতসকালেই হাজির হন। তারা নিজস্ব ব্যানার হাতে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।
সবাই সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বেশিরভাগ মানুষই শোকের প্রতীক কালো পোশাক পরে এসেছেন। অনেক শিক্ষার্থীরাও হাতে ফুলের তোড়া ও ছোট ছোট প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন।