Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে ■ কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ■ কবি হেলাল হাফিজের মৃত্যু নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য ■ ‘বিগত নির্বাচনে কমিশনাররা শপথ ভঙ্গ করেছেন’ ■ অবশেষে সদরপুরের সেই ইউএনওকে বদলি ■ বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী ■ বিএনপি নেতাদের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের বৈঠক
দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার
Published : Friday, 13 December, 2024 at 3:39 PM

দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন

দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন

বক্স অফিসে দাপটের সঙ্গে চলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। তাই এই প্যান ইন্ডিয়া তারকা এখন সাফল্যের জোয়ারে ভাসছেন। কিন্তু এরই মধ্যে একটি দুঃসংবাদ আল্লু ও তার অগণিত ভক্তের জন্য।

দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে চিক্কদপল্লি পুলিশ স্টেশনে নিয়ে গেছে। এ মামলাকে ঘিরে আল্লুকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আজ অভিনেতাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। 

স্থানীয় পুলিশ কমিশনারের টাস্ক ডিপার্টমেন্ট এবং ছিক্কদপল্লী থানার আধিকারিকরা সেখানে জড়ো হন অভিনেতার বাড়িতে। এর আগে অভিনেতা তেলেঙ্গানা হাইকোর্টের কাছে এফআইআর থেকে তার নাম মুছে ফেলার জন্য আবেদন করেছিলেন। তবে নিম্ন আদালতে এর কোনো শুনানি হয়নি।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি। গত বুধবার ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল।

এই প্রিমিয়ারে হাজির ছিলেন রেবতী নামের এক নারী, তার স্বামী এবং ছেলে শ্রীতেজ। সন্ধ্যা থিয়েটারে পেইড প্রিমিয়ার শো চলাকালে হঠাৎ আল্লু অর্জুন সবাইকে চমকে দিতে তার নিরাপত্তাকর্মীসহ হাজির হয়েছিলেন। ভিড়ে ঠাসা সন্ধ্যা থিয়েটারে দম বন্ধ করা পরিস্থিতি ছিল। আল্লুর হঠাৎ আগমনে সেখানে উপস্থিত দর্শক দিশাহারা হয়ে যান। আল্লুকে একঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছিলেন। এই ধাক্কাধাক্কির ফলে মাটিতে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের রেবতী। তাঁর ১৩ বছরের ছেলেও দুর্ঘটনার শিকার হয়েছিল।

শ্রীতেজ গুরুতর আহত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে ছিল। কিশোরটিকে সঙ্গে সঙ্গে দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয়। চিক্কদপল্লি পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তাঁর সুরক্ষাকর্মী এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করেছে রেবতীর পরিবার। পরিবারের বক্তব্য, আল্লুর আগমনের কোনো আগাম খবর দেয়া হয়নি।

প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে রেবতীর পরিবারের অভিযোগ। রেবতীর মৃত্যুর আট দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছে আল্লুকে।

এর আগে সন্ধ্যা থিয়েটারের মালিক ও দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আল্লু অর্জুন তার ভক্তের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। ‘পুষ্পা ২’-এর নায়িকা রাশমিকা মান্দানা রেবতীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। 

দুর্ঘটনার পর সংবাদমাধ্যমকে আল্লু বলেন, সন্ধ্যা থিয়েটারে যে দুর্ঘটনা ঘটেছে, তা হওয়া উচিত হয়নি। আমি সেখানে গিয়েছিলাম। পুরো ছবিটা দেখতেও পারিনি; কারণ, সে সময় আমার ম্যানেজার আমাকে বলেছিলেন যে এখানে অনেক ভিড়, আমাদের এখান থেকে চলে যেতে হবে। পরদিন সকালে আমি ঘটনাটি শুনে হতবাক হয়েছিলাম। সত্যি খুব খারাপ লেগেছে শুনে। এই পুরো বিষয় নিয়ে সুকুমার স্যারও খুব বিরক্ত। আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমরা পরিবারকে ২৫ লাখ টাকা দিয়েছি। আমরা তাদের সময় দিয়েছি, যাতে এই শোক থেকে বেরিয়ে আসতে পারে। আমি পরে এক দিন গিয়ে পরিবারের সঙ্গে দেখা করব। পাশে থাকব এবং তাদের সাহায্য করব।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফারুকীর '৮৪০' দেখতে এসে যা বললেন দুই উপদেষ্টা
বিপিএল হাউজিংয়ের সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে
Thursday, 12 December, 2024
পরপারে সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার
বিনোদন প্রতিবেদক
Thursday, 12 December, 2024
ছেলের দ্বিতীয় বিয়ের পর যা বললেন নাগার্জুন
নিজস্ব প্রতিবেদক
Friday, 6 December, 2024
২৯ বছরের সংসার ভাঙলেন এ আর রহমান
বিনোদন ডেস্ক
Wednesday, 20 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up