Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী ■ বিএনপি নেতাদের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের বৈঠক ■ ২০২৩ সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি ■ কবি হেলাল হাফিজ মারা গেছেন ■ বুদ্ধিজীবীদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা ■ জুবায়েরপন্থি ৩৪ জনের নামে মামলা, তুরাগ তীরে দুপক্ষের অবস্থান ■ জানুয়ারিতে ৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি
Published : Friday, 13 December, 2024 at 2:33 PM, Update: 13.12.2024 2:38:52 PM

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয়, গত ৫৩ বছরে কেন হলো না। রাজনৈতিক দলগুলোকে সেই জবাবটা দিতে হবে। রাজনীতিবিদরাই যদি রাষ্ট্র সংস্কার করতে পারেন, তাহলে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিতে হতো না।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত গাড়িচালকদের পুনপ্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রেজওয়ানা হাসান বলেন, রাষ্ট্র যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন, তাহলে গত ৫৩ বছর তারা কি করেছেন? ৫৩ বছরে কেন সংস্কার করলেন না? রাজনীতিবিদরাই যদি রাষ্ট্র সংস্কার করতে পারেন, তাহলে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিতে হতো না।

ভারতের সঙ্গে বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই জানিয়ে সৈয়দা রিজওয়ানা বলেন, রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের আকাশে যে কালো মেঘ এসেছিল, দুই দেশের বৃহত্তর স্বার্থে সে কালো মেঘ সরাতে হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।

এর আগে অনুষ্ঠানে ডিসেম্বরের মধ্যেই শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাকে আইনে রূপান্তর করে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়ে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা বলেন, তাতে ক্ষমতা দেয়া হবে পুলিশকে। হর্নের শব্দে সচিবালয়ে কাজ করা দুষ্কর হয়ে যাচ্ছে। ঢাকা একটি নরকে পরিণত হচ্ছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, বিদেশে হর্ন দেয়া মানে হলো গালি দেয়া। রাজধানীতে যতগুলো সোসাইটি আছে পর্যায়ক্রমে সবাইকে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। হর্নের যন্ত্রণায় মানুষ বিকার গ্রস্ত হয়ে যাচ্ছে। শব্দ দূষণের কারণে একটা অস্থির প্রজন্ম তৈরি হচ্ছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সরকারের সিদ্ধান্ত মাথা পেতে নেবে র‍্যাব
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 December, 2024
১২ জেলায় নতুন পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 December, 2024
সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব না
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up