Published : Thursday, 12 December, 2024 at 11:59 PM, Update: 13.12.2024 12:19:17 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক শিশির ভট্টাচার্যকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, শিশির ভট্টাচার্য বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের নিয়ে কটূক্তি এবং মহানবী (সা.) এর হিজরত নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। এ সময় ‘ফ্যাসিবাদের সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ১১ ডিসেম্বর রাতে শিশির ভট্টাচার্য তার ফেসবুক পেজে নবীজী (সা.) এর হিজরত নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর আগেও গত ২৩ অক্টোবর একই ধরনের কটূক্তি করেন তিনি।
শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক শিশির ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে আসছেন এবং বর্তমানে বিদেশে পালিয়ে থেকেও একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় অধ্যাপক নিজামুল হক ভূঁইয়াকে সিন্ডিকেট সদস্য থেকে বহিষ্কার এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি করেন বিক্ষোভকারীরা।