Published : Thursday, 12 December, 2024 at 8:12 PM
প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে টাইম ম্যাগাজিন এতথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, টাইম ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বছরের সেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।
টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবসের ভাষায়, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি ভালো ও খারাপের জন্য ২০২৪ সালের সংবাদে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন।
তিনি আরও বলেন, মার্কিন রাজনীতিতে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন ট্রাম্প। যিনি আমেরিকান রাজনীতির পুনর্বিন্যাস করছেন।
জ্যাকবস বলেন, টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ সম্মান নিয়ে সর্বদা একটি বিতর্ক রয়েছে। তবে আমাকে স্বীকার করতে হবে যে এই বছর অতীতের চেয়ে সহজ সিদ্ধান্ত ছিল।
মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প অবিশ্বাস্য এক রাজনৈতিক প্রত্যাবর্তনের ইতিহাস তৈরি করেন। তিনি মার্কিন ভোটারদের নতুন আকার দিয়েছেন, তরুণ পুরুষ ভোটারদের সক্রিয় করেছেন যারা তাকে বিজয়ের দিকে নিয়ে যায়। ২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর এবং বারবার ফলাফল মেনে নিতে অস্বীকার করার পর ট্রাম্পের এটি উল্লেখযোগ্য বিজয়। মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাসে সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি তিনি। নির্বাচনের প্রচারভিযান করাকালীন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকার শীর্ষ বাণিজ্যিক অংশীদার-মেক্সিকো, কানাডা এবং চীনের ওপর শুল্ক প্রয়োগ করবেন।
গত সোমবার (৯ ডিসেম্বর) এ বছর প্রতিদ্বন্দ্বীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে টাইম। এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে ম্যাগাজিনটি ট্রাম্পের নাম ঘোষণা করে।
৭৮ বছর বয়সি ট্রাম্পকে এবার দ্বিতীয়বারের মতো ‘পারসন অব দ্য ইয়ার’ করা হল। এর আগে ২০১৬ সালে প্রথমবার তাকে এই খেতাব দেয়া হয়। ডেইলি মেইল জানিয়েছে, ওয়াল স্ট্রিটে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী ঘণ্টা বাজানোর মাধ্যমে এই উপলক্ষ উদযাপন করবেন ট্রাম্প।