Published : Thursday, 12 December, 2024 at 4:17 PM
২০২৪ সালে বিশ্বব্যাপী ৫৪ জন সাংবাদিককে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে হত্যা করা হয়েছে। আর তাদের এক তৃতীয়াংশকেই হত্যা করেছে দখলদার ইসরায়েল।
বেসরকারি সংস্থা প্রেস ফ্রিডম বলছে, এ বছর হত্যার শিকার হওয়া ৫৪ সাংবাদিকের মধ্যে ১৮ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। যাদের ১৬ জন মারা গেছে গাজায়, আর দুজন লেবাননে।
আরএসএফের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা। সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা হয়েছে, এ কারণে ইসরায়েলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে চারটি অভিযোগও দাখিল করেছে।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে ১৪৫ জনের বেশি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। এর মাঝে কর্মরত অবস্থায় মারা যায় ৩৫ জন।
যদিও অভিযোগ অস্বীকার করে ইসরায়েলের মুখপাত্র ডেভিড মার্সার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, কিছু সাংবাদিক বিমান হামলায় মারা গিয়ে থাকতে পারে। এ সংখ্যা সত্যি হতে পারে না, আমরা বিশ্বাস করি না যে আরএসএফ সঠিক।
গাজার পর সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে পাকিস্তান। যেখানে ২০২৪ সালে সাতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আরএসএফের মতে পাকিস্তানের পর আছে বাংলাদেশ এবং মেক্সিকো।
এছাড়া ২০২৪ সালে ৫৫০ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এক্ষেত্রে প্রথমে আছে চীন, তারপর মিয়ানমার, এরপর ইসরায়েল।
এখনও বিশ্বের নানা দেশে ৫৫ জন সাংবাদিক জিম্মি হিসেবে আটক আছেন। যাদের অর্ধেক আটক ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের হাতে।
২০২৩ সালে পৃথিবীব্যাপী নিহত সাংবাদিকের সংখ্যা ছিলো ৪৫।