Published : Thursday, 12 December, 2024 at 4:10 PM
নতুন কমিশন দায়িত্ব নেয়ার প্রথম দিনই সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তারা হলেন, ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক এমপি নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন।
একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এছাড়াও সাবেক রেলমন্ত্রী মজিবুল হক; স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম; সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাসনিম বাহার সূচনা; সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তার পালিত কন্যা সুমাইয়া, ব্যক্তিগত সহকারী ফররুখ মজিদ মাহমুদ কিরণ ও তার স্ত্রী রাফেজা মজিদ এবং হোটেল রিজেন্সির এমডি কবির রেজা ও তার স্ত্রী রোকেয়া খাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।
আগে নিষেধাজ্ঞা পাওয়া কয়েকজনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার সময় বাড়ানোর আবেদন জানাবে দুদক। তারা হলেন, সমবায় ব্যাংক সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহি; বগুড়া-২ আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মহমিনা আক্তার এবং শিল্পকলা একাডেমির সাবেক ডিজি লিয়াকত আলী লাকিসহ ২৪ জন; যাদের নামে ইতোমধ্যে মামলা হয়েছে।