Published : Thursday, 12 December, 2024 at 2:04 PM
রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক মিডিয়া নেটওয়ার্ক ভয়েস অব আমেরিকার পরিচালক হিসেবে কট্টর রিপাবলিকান কারি লেককে নিযুক্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) তিনি এ ঘোষণা দেন। বৃহস্পতিবাএক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সোমালি, দারি এবং ফরাসিসহ আফ্রিকান, এশিয়ান এবং ইউরোপীয় ভাষায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে ভয়েস অব আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছেছে। মার্কিন তহবিল গ্রহণ করলেও এটি একটি নির্ভরযোগ্য ও স্বাধীন মিডিয়া হিসেবে পরিচিত।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, কারি লেক ভয়েস অব আমেরিকার পরবর্তী পরিচালক হিসেবে কাজ করবেন।
ট্রাম্প আরও লেখেন, তাকে (লেক) নিযুক্ত করা হবে এবং তিনি গ্লোবাল মিডিয়ার মার্কিন এজেন্সির নতুন প্রধানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। বিশ্বজুড়ে নায্য ও সঠিকভাবে যুক্তরাষ্ট্রের মুক্ত ও স্বাধীনতার মূল্যবোধ নিশ্চিত করতে কাজ করবেন, ফেক নিউজের মাধ্যমে মিথ্যা ছড়ানোর জন্য নয়।
লেক একজন সাবেক টেলিভিশন নিউজ অ্যাঙ্কর। তিনি ২০২২ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনার গভর্নর এবং সদ্য অনুষ্ঠিত ২০২৪ সালের নির্বাচনে মার্কিন সিনেটের জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও তিনি দু’বারই হেরে গেছেন।
তবে তিনি বরাবরই গত নির্বাচনে তার হার মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।