Published : Thursday, 12 December, 2024 at 11:52 AM
জানুয়ারি ২০২৫ সেশনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা এবং অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণ করা হবে। পাশাপাশি, জিপিএর ভিত্তিতে বাড়তি সুবিধা প্রদান করা হবে।
গত রবিবার ইউডার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান। তিনি বলেন, ‘শিক্ষাকে আমরা বাণিজ্যিক পণ্য হিসেবে দেখছি না এবং ভবিষ্যতেও তা হবে না। আমরা শিক্ষাকে নাগরিক অধিকার মনে করি এবং জাতি হিসেবে দক্ষ, সৃজনশীল, আধুনিক জ্ঞান বিজ্ঞানসমৃদ্ধ জনশক্তি গড়ে তোলার জন্য ইউডা বদ্ধপরিকর।’
ভর্তির মেলার মাধ্যমে ইউডা প্রকৃত মেধাবী ও গরীব শিক্ষার্থীদের খুঁজে বের করার এবং তাদের বিশেষ ছাড়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করবে। অভিভাবকের আয়ের তথ্য এবং শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি ফল অনুযায়ী, ভর্তি ও মাসিক বেতন নির্ধারণ করা হবে। প্রয়োজনে, অদম্য মেধাবীদের জন্য বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগও তৈরি করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ভর্তি মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮০, সাত মসজিদ রোড (ইউডার রেজিস্ট্রার ভবন), ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে।
উদ্বোধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর কল্যাণ কুমার মল্লিক, কলা অনুষদের ডীন প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আহমদুল্ল্যাহ মিয়া, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. কাজী মেজবাউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনিসুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত কায়েস চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।