Published : Wednesday, 11 December, 2024 at 11:58 PM
‘আজ হোক, কাল হোক আওয়ামী লীগ আবার ফিরে আসবে’ এমন মন্তব্যের অভিযোগে শাস্তির মুখোমুখি ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক প্রতিনিধির এমন অভিযোগে তাকে বদলি করে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এই অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
মতবিনিময় সভায় তার বক্তব্যে আনিসুর রহমান সজল বলেন, সম্প্রতি সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। ওই অনুষ্ঠানে আমি বক্তব্য রাখি। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে বলা হয়েছিল- দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।
এরপরে ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। সেসময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদেরকে কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমরো (আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)।
তার এই বক্তব্য শুনে তাৎক্ষণিক তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওই সভায় উপস্থিত অতিথি জনপ্রসান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।
তিনি বলেন, আমি পাবলিক্যালি বলে গেলাম এত দুঃসাহস! এখনো তারা পরিবর্তিত সরকারের পেছনে ইন্ধন জোগাচ্ছে। যদি কোনো মুরুব্বি বা পুরুষ বা কোনো পদ-পদবিধারী কেউ এদেরকে পৃষ্ঠপোষকতা করে, গোপনে আমাদেরকে সংবাদ দেবেন।’
‘We will not aspire anybody. We will desperate. This is the speed of our government.’ ক্ষুব্ধ কণ্ঠে বলেন এই সিনিয়র সচিব। এরপর তিনি তাৎক্ষণিকভাবে ওই ইউএনওকে বদলির জন্য জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যাকে নির্দেশ দেন।
তিনি বলেন, আজকের মধ্যে এই ইউএনও উইথড্র (প্রত্যাহার) হবে এবং আমি আগামীকাল মিনিস্ট্রিতে ফিরে গিয়ে তাকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করব।