Published : Wednesday, 11 December, 2024 at 7:29 PM
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা সাবেক স্বৈরশাসক হাফিজ আল আসাদের কবরে আগুন দিয়েছে বিদ্রোহীরা।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, কয়েকটি ছবিতে পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিদ্রোহী যোদ্ধাদের সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের কবরের আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেসময় দেখা যায় কবরের একাংশ আগুন জ্বলছে। এতে একটি কফিনেও জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে কফিনটি ওই কবর থেকে তোলা হয়েছে।
হাফিজ আল আসাদ ২০০০ সালে মারা যান। এরপর তাকে তার পূর্বপুরুষের গ্রাম কারদাহায় সমাহিত করা হয়।
গত রোববার বিদ্রোহীদের অব্যাহত আক্রমণে মুখে দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীদের দামেস্ক দখলের মধ্য দিয়ে অবসান ঘটলো বাশার আল আসাদের দুই যুগের শাসনামলের। এরপর একের পর এক এলাকা দখল নিতে শুরু করে বিদ্রোহীরা। ক্ষমতা হারানোর পর দেশ ছেড়ে তিনি আশ্রয় নেন রাশিয়ায়।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অস্ত্রের গুদাম, গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্রসহ সিরিয়ার সেনাবাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এরপর পরই ইসরায়েলি ট্যাংক ঢুকে পড়ে সিরিয়ায় এবং গোলান মালভূমির দখল নিতে শুরু করে।