প্রতিপক্ষের মাঠে শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণভাবে ম্যাচে ফেরে বাভারিয়ানরা। সঙ্গে পেয়ে যায় চলতি আসরের প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়।
ম্যাচের ৫ মিনিটেই কেভিনের গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরান কনরাড লাইমার। টমাস মুলার সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ওলিসে। এর মাঝে জালের দেখা পান জামাল মুসিয়ালা।
৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে শাখতার।