Published : Wednesday, 11 December, 2024 at 11:15 AM
রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় নতুন করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ৮ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পরে আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানার মামলায় সাবেক সচিব মহিবুল হক ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদারকে এবং বনানী থানার মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়।
কাফরুল থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং একই থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলায় শমসের মবিন চৌধুরী ও আনিসুল হক ও মতিঝিল থানার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।