ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের লেনদেনের চেয়েছে তথ্য চেয়েছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
তাদের দুই বোনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চেয়েও ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) ব্যাংকগুলোর কাছে বিএফআইউর এই চিঠি আসে। বেসরকারি একটি ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্যটি নিশ্চিত করেছেন।
বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।
এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।
দেড় দশক ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। ৫ আগস্ট দিল্লি যাওয়ার সময় বোন শেখ রেহানাকেও নিয়ে যান তিনি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখনও দিল্লিতে থাকলেও শেখ রেহানা কোথায় আছেন, তা নিশ্চিত জানা যাচ্ছে না।
আওয়ামী লীগের শাসন অবসানের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দাবি করছেন, গত দেড় দশকে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে।