বাংলাদেশে মেয়েদের বাজারে যাওয়া নিষেধ জানিয়ে ফতোয়া জারির ভুল তথ্য ভারতীয় গণমাধ্যমে নিউজ হিসেবে প্রচারিত হয়েছে।
রোববার তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গোপালগঞ্জের গওহরডাঙ্গায় মেয়েদের বাজারে যাওয়া নিষেধ করে ফতোয়া জারি হয়েছে- এমন দাবি করেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও একই দাবি করেন।
তারা উভয়ই এক ভিডিওর বরাতে এই দাবি করেন। পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলা, রিপাবলিক বাংলা, টিভি৯ বাংলা, জি২৪ ঘণ্টা, ক্যালকাটা নিউজ, আর প্লাস, নিউজ এক্স এ নিয়ে সংবাদ প্রচার করে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে আসে, ভিডিওতে কোথাও মেয়েদের বাজারে যাওয়া নিষেধ উল্লেখ করে কোনো ফতোয়া জারি করা হয়নি। ভিডিওটি ছিল গোপালগঞ্জ জেলার গওহরডাঙ্গায় আয়োজিত এক মাহফিলকে কেন্দ্র করে। গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিলে অস্থায়ী দোকানপাটে মহিলা প্রবেশ প্রসঙ্গে মাইকিংয়ের একটি ভিডিওর খণ্ডিত অংশ দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।