Published : Sunday, 8 December, 2024 at 11:35 PM, Update: 08.12.2024 11:39:02 PM
সীমান্তে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে বিজিবিকে নির্দেশনা দেওয়া রয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরো বলেন ওই রকমই নির্দেশ দেওয়া হয়েছে, প্রস্তুতিও সেই রকমই।
স্বাবলম্বীকরণে বিজিবির সহায়তা প্রদান অনুষ্ঠানে শেষে রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পিলখানা বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো সময় বিজিবি পিট দেখাবে না, বুক দেখাবে। বিজিবিকে বলা হয়েছে, সীমান্তের কোনো ধরনের উত্তেজনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ‘কোনো উসকানি এলে প্রতিহত করতে হবে, ছাড় দেওয়া হবে না।’
পঞ্চগড় সীমান্তে হত্যা ও সীমান্ত উত্তেজনা প্রসঙ্গ সম্পর্কে তিনি বলেন, আমরা বিজিবিকে নির্দেশনা দিয়েছি, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখার জন্য। বিজিবি সীমান্তে সব সময় প্রস্তুত থাকবে। তবে সীমান্তে ওই অর্থে সে ধরনের কোনো বড় উত্তেজনা নাই।