Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব ■ ফারুকের ওপর হামলাকারীদের ধরতে নুরের আল্টিমেটাম ■ আবু সাঈদ হত্যা: বেরোবি ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত ■ এখনো জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ ঠিক হয়নি ■ সাগর পথে আরও ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ ■ সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক ■ বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি
ভারতীয় মিডিয়ার দাবি
ভারত সীমান্তে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ!
Published : Saturday, 7 December, 2024 at 12:05 PM, Update: 07.12.2024 12:49:21 PM

যে কারণে সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ

যে কারণে সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ছে সাম্প্রতিক কিছু ঘটনাবলির কারণে,যা প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে জটিল করে তুলেছে। এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম নবভারত টাইমস। 

যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে বাংলাদেশি গণমাধ্যমের পক্ষে তাদের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নবভারত টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ প্রতিরক্ষা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।

এই ড্রোন নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতায় বিশেষভাবে পরিচিত। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে।

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (আইডিআরডব্লিউ) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে ১২টি বায়রাকতার টিবি ২ ড্রোনের প্রথম ধাপে ছয়টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি (ডিটিবি) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ড্রোনগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ৬৭তম ইউনিট পরিচালনা করছে। এগুলো মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ (আইএসআর মিশন) এবং ছোট হামলার কাজে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই ড্রোন সংগ্রহ করা হয়েছে। এটি বাংলাদেশের উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের পর গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক খবর প্রচার করা শুরু করে ভারতীয় গণমাধ্যম। এর মধ্যে বেশি সংখ্যক খবরই ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

সংস্থাটি বলেছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর ঘটে যাওয়া বেশকিছু ঘটনার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা দিন যাচ্ছে আরও বাড়ছে। ভারতীয় সীমান্তে ছড়িয়ে পড়া এসব উত্তেজনায় ঘি ঢালছে ভারতীয় গণমাধ্যম।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 4 January, 2025
একের পর এক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ১৮ জনের
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 30 December, 2024
সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, ১৯ পাক সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 28 December, 2024
এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক
নিজস্ব প্রতিবেদক
Friday, 27 December, 2024
ভারতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 27 December, 2024
কলকাতায় জেল থেকে মুক্তি পেলেন পিকে হালদার
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 24 December, 2024
সীমান্তে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 21 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up