Published : Saturday, 7 December, 2024 at 11:21 AM
প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি দেশের বাইরে ট্রফি জিতেছে। গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের ক্লাবটি। এতে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলো দলটি।
শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর। লক্ষ্য তাড়ায় খেই হারিয়ে ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। নুরুল হাসান সোহানের দলের জয় ৫৬ রানে।
রংপুরের শিরোপা জয়ে টুর্নামেন্টজুড়ে দারুণ অবদান ছিল সৌম্যের। মহাগুরুত্বপূর্ণ ফাইনালে তিনি আরো দুর্দান্ত ব্যাটিং করেছেন। ৫৪ বলে খেলেছেন ৮৬ রানের ইনিংস। ৫ ম্যাচে ৪৭ গড় এবং ১৪২.৪২ স্ট্রাইকরেট নিয়ে সৌম্য টুর্নামেন্ট সর্বোচ্চ ১৮৮ রান করেছেন।
অপরদিকে জবাব দিতে নেমে ১৮ ওভার ১ বলে ১২২ রান করে অলআউট হয় ভিক্টোরিয়া।
প্রসঙ্গত, গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগ। যেখানে বিভিন্ন দেশের পাঁচ দেশের সেরা দলগুলো অংশ নেয়।