Published : Saturday, 7 December, 2024 at 10:49 AM
সারা বিশ্বে প্রতিদিন দূষিত হচ্ছে বিভিন্ন শহর। গত ২৪ ঘন্টায় দূষিত শহরের তালিকায় শীর্ষে এসেছে মিশরের শহর কাইরো। আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকায় পঞ্চম।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা মিশরের কাইরো শহরের স্কোর ২৮০। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর। পাশাপাশি তালিকায় দুই নম্বরে ২১৭ স্কোর নিয়ে আছে চীনের সাংহাই শহর। এছাড়া ১৮৮ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা পঞ্চম স্থানে রয়েছে। অর্থাৎ এখানকার বাতাসের নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এর থেকে বেশি হলে সেটি ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।