Published : Saturday, 7 December, 2024 at 10:21 AM
প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলা যৌগ্যতা অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলমের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডের বিপক্ষে ৭-২ গোলের জয়ে আগামী বছর হতে চলা যুব হকির বিশ্বকাপে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছরের ডিসেম্বরে ভারতে বসবে জুনিয়র হকির বিশ্বকাপের ১৪তম আসর।
প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করবে। যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে।