দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে টাউন হল মাঠে এ সম্মেলন শুরু হয়। এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে মাঠ।
নগরীর কান্দিরপাড়, টমচম ব্রিজ রোড, ঝাউতলা রোড, জিলা স্কুল রোড, সার্কিট হাউজ রোড, প্রেস ক্লাব মোড়সহ নগরীর বিভিন্ন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত নগরী।
টাউন হল মাঠ ছাড়াও নারী নেতাকর্মীদের জন্য আলাদাভাবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্যান্ডেল স্থাপন করা হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আছেন কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু তাহের।