পুঁজিবাজারে শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩৪ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
বৃহস্পতিবার বিএসইসির ৯৩৪ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরচুন সুজের শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭৭ কোটি ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ডেল্টা লাইফে কারসাজির জন্য ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা এবং এনআরবি কমার্সিয়াল ব্যাংকের শেয়ার কারসাজির জন্য ৮ জনকে ৬ কোটি ৭২ লাখ টাকা জরিমানা করা হয়।