গ্লোবাল সুপার লিগে প্রথম দুই ম্যাচ জয়ের কাছাকাছি গিয়ে হেরে যায় বাংলাদেশের বিপিএলের দল রংপুর রাইডার্স। তাতেই ফাইনালে উঠার লড়াইটা ফিকে হয়ে যায় দলটির। এরপর শেষ দুই ম্যাচ জিতে নানা সমীকরণ মিলিয়ে ফাইনালে উঠে বাংলাদেশের ফ্রাইঞ্চাইজিটি।
এবার লাহোর কালান্দার্সকে হারিয়ে কঠিন সেই সমীকরণ মিলিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের প্রতিনিধিরা।
গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া। তারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে রংপুর। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লাহোরের জন্য লক্ষ্য ছিল ৯ ওভারে ১১১ রান। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি তারা।