Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক আছে সেনাবাহিনী ■ গাজায় ইসরায়েলি হামলায় একসঙ্গে ৫ সাংবাদিক নিহত ■ হাসিনা ও তার দোসরদের বাঁচাতেই সচিবালয়ে আগুন ■ বাড়লো সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় ■ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন ■ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত ■ ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন আসাদের স্ত্রী
সাত বছরের দণ্ড থেকে মামুন হাইকোর্টে খালাস
Published : Thursday, 5 December, 2024 at 3:37 PM

গিয়াস উদ্দিন আল মামুন

গিয়াস উদ্দিন আল মামুন

অর্থ পাচার মামলায় সাত বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেয়া কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিচারিক আদালতের রায় বাতিল হওয়ায় এই মামলায় মামুন খালাস পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবী সাব্বির হামজা চৌধুরী।

ওই মামলায় ২০১৯ সালের ২৪ এপ্রিল রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক। রায়ে মামুনকে ৭ বছর কারাদণ্ড এবং ১২ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ ছাড়া লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে হাইকোর্টে আপিল করেন মামুন। এই আপিলের শুনানি শেষে আজ রায় দেয়া হয়।

আদালতে মামুনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ওমর সাদাত ও সাব্বির হামজা চৌধুরী। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

পরে আইনজীবী সাব্বির হামজা চৌধুরী বলেন, এ নিয়ে দণ্ড হওয়া তিনটি মামলায় মামুন খালাস পেলেন। আরও তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে দণ্ড রয়েছে। জামিনে মামুন গত ৬ আগস্ট মুক্তি পেয়েছেন।

২০১১ সালের ২২ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে ওই মামলা করে দুদক। মামলার অভিযোগের ভাষ্য, বাংলাদেশ রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থা আধুনিকীকরণের টেন্ডার পান বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলী। কিন্তু কাজের আদেশ চূড়ান্ত হওয়ার পর মামুন তাঁর কাছে অবৈধভাবে টাকা দাবি করেন। এরপর হুমকি দিয়ে ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা নেন মামুন। পরে ওই টাকা লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে পাচার করেন তিনি।

মামলা করার পর ২০১২ সালের ২৯ এপ্রিল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এর আগে ২০০৭ সালের ৩০ জানুয়ারি গ্রেপ্তার হন মামুন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
হাসিনাকে ফেরত আনতে পারলে বিচারটা ভালো হবে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 24 December, 2024
বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামি রিমান্ডে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Sunday, 22 December, 2024
সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
Sunday, 22 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up