Published : Wednesday, 4 December, 2024 at 11:58 PM
সৌদি আরবকে তথ্যপ্রযুক্তি খাত বিশেষ করে হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
অন্যদিকে সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার অনিবন্ধিত বাংলাদেশির পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান।
বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকার সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। সৌদি সরকার বাংলাদেশের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের যেকোনো প্রয়োজনে সৌদি আরব পাশে থাকবে।