Published : Wednesday, 4 December, 2024 at 11:52 PM
বাংলাদেশ-ভারত সর্ম্পক শীতল চলছে। যার কারণে বাংলাদেশ থেকে অনেক রোগী এখন ভারত যাচ্ছে না। দেশেই চিকিংসা নেয়ার চেষ্টা করছে। এতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির বিভিন্ন হাসপাতালা। এরই মধ্যেই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে কলকাতার বেসরকারি বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।
বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মোট খরচের ওপর ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হাসপাতালটি। বুধবার সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন হাসপাতালের সুপার ডাক্তার সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি রোগীদের বয়কট নয় বরং অতিথির রূপে আপ্যায়ন করা হবে। বয়কট প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমত ক্ষোভের সুরে জানায়, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে যাচ্ছেন তাদের চিকিৎসা না দেওয়া অমানবিক। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এবং চিকিৎসক হিসেবে রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত। আর তাদের হাসপাতালে যে ২ শতাংশের কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে ১০ শতাংশ মানবিক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।