Published : Wednesday, 4 December, 2024 at 11:41 PM
রাজধানীর গুলশান-১ সংলগ্ন নিকেতন বস্তিতে আগুন লাগার ঘটনায় কোনো আহত কিংবা নিহত হয়নি। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের তথ্য আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসাইন।
তিনি জানান, রাত ১০টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।