Published : Wednesday, 4 December, 2024 at 11:36 PM
ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত স্টেশন সংলগ্ন এলাকায়।
সেখানে সড়কে লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তা পা দিয়ে মাড়ানোর অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশের হাতে আটক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের তিন সদস্য হলো - আর্য্য দাস, সুবীর দাস, রিপন চ্যাটার্জি।
দু'দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক, জাতীয় মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে সম্পর্কিত। যখন কোনো একটি দেশে অন্য দেশের জাতীয় পতাকার অবমাননা হয়, এটি কেবল সেই দেশের জন্য নয়, বরং দুই দেশের মধ্যকার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
এটি দু ‘দেশের জনগণের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের বিরুদ্ধে কাজ করতে পারে।
জাতীয় পতাকা একটি দেশের সার্বভৌমত্ব, সম্মান ও গৌরবের উজ্জ্বলতম প্রতীক। এর অবমাননা শুধু একটি দেশ বা তার সরকারের বিরুদ্ধে নয়, বরং দেশটির নাগরিকদের আবেগ ও মর্যাদার ওপর চূড়ান্ত আঘাত হিসেবে বিবেচিত হয়।