Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল ■ খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া ■ তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই ■ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ■ দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ■ দু-এক দিনের মধ্যে সুখবর আসছে ■ সংলাপে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা
Published : Wednesday, 4 December, 2024 at 4:57 PM, Update: 04.12.2024 10:23:39 PM

 রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি

দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (০৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়।

বিকেল সাড়ে ৩টা থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল সংলাপে নিয়েছে।

অন্য সদস্যরা হলেন: ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও বৈঠকে অংশ নিয়েছেন।  

তবে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে (জাপা)। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এসেও ফিরে গেছেন বলে জানা গেছে। তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুরসহ আরও বেশ কয়েকজন। ।

এ ছাড়া অন্য কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন সংলাপে। তবে সংলাপে জাতীয় পার্টিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।

এর আগে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
‘হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 4 December, 2024
সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 26 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up