ইতিহাসের সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো লাল সবুজের দেশের। তবে হারলেও আশা টিকে থাকত নানা সমীকরণে। তবে কোনো শঙ্কার ধার ধারেনি বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ওমানের মাসকাটে জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে জুনিয়র বিশ্বকাপে কোয়ালিফাই করলো বাংলাদেশ। হকিতে যেকোনো পর্যায়ে এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল লাল সবুজের দেশ।
থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচ খেলবে। যদি সেই ম্যাচে তারা হেরেও যায়, তারপরও বিশ্বকাপে খেলবে লাল সবুজের দেশ।