ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুলুগুর চালপাকা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭ মাওবাদী নিহত হয়েছে।
স্থানীয় সময় রোববার (০১ ডিসেম্বর) ভোরে এই অভিযান চালানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে গত সপ্তাহে চালপাকা জঙ্গলে দুই ব্যক্তির মৃত্যুর খবর আসে। পুলিশের জানিয়েছে, ওই দুই ব্যক্তিকে হত্যা করেছে মাওবাদীরা। তারা পুলিশের ইনফরমার হয়ে কাজ করতেন বলে জানা যায়।
এ ঘটনার জেরেই মাওবাদীদের দমনে মাঠে নামে নিরাপত্তা বাহিনী। চালপাকে শুরু হয় অভিযান। আজ অভিযানে নিহত হন সাতজন। এ সময় মাওবাদীদের কাছ থেকে একে–৪৭, জি থ্রি ও আইএনএসএএস রাইফেল উদ্ধার করা হয়।
নিহতরা হলেন– ভদ্রু (৩৫), ইগোলাপু মাল্লাইয়া (৪৩), মুসাকি ডেভাল (২২), মুসাকি যমুনা (২৩), জয়সিং (২৫), কিশোর (২২), কামেষ (২৩)। এদের মধ্যে ভদ্রু ইয়েলান্দু-নারসমপেটের এরিয়া কমিটির কমান্ডার ছিলেন।
এর আগে গত ২২ নভেম্বর ছত্তীশগড়ের বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১০ মাওবাদী নিহত হয়। ছত্তীশগড়ের সুকমা জেলার কোন্টার ভেজ্জি এলাকায় এই অভিযান চালানো হয়েছিল। অভিযানে তিনটি স্বয়ংক্রিয় অস্ত্রসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।