পদোন্নতি, বেতন বৈষম্যসহ ৯ দফা দাবিতে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাদের ৪ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।
রোববার (০১ ডিসেম্বর) সচিবালয়ে ‘কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের’ নেতাদের সাথে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং জনপ্রশাসনের এপিডির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান সংগঠনের সভাপতি বাদিউল কবীর।
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেন, সচিবালয়ে ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মচারী আছেন দুই হাজারের ওপর। দীর্ঘদিন তারা বেতন এবং পদোন্নতি বঞ্চিত ছিলেন। এখন তাদের ৯ দফা যে দাবি, সেগুলো কোনোটাই অযৌক্তিক নয়। এসব দাবি পূরণ করা সম্ভব, তবে সময়সাপেক্ষ। কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা গেলেও কয়েকটিতে লাগবে দীর্ঘসময়। সেসব দাবির সাথে আইন, ভূমি এবং অর্থ মন্ত্রণালয় জড়িত।
ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, সচিবালয়ের কর্মচারীদের এসব দাবি নিয়ে আমরা আলোচনা করেছি। ধাপে ধাপে তাদের এসব দাবি পূরণ করা হবে।
আইনি কিছু জটিলতা রয়েছে যা নিয়ে প্রধান উপদেষ্টা সাথেও আলোচনা করতে হবে বলেও জানান তারা।
সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা পদোন্নতি, বেতন বৈষম্যেসহ ৯ দফা দাবিতে গত দুইদিন ধরে আন্দোলন করে আসছিলেন। দাবি পূরণ না হওয়ায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলেন তারা।