Published : Saturday, 30 November, 2024 at 11:52 PM
অবৈধ কারেন্ট জাল দিয়ে তিস্তা নদীতে মাছ ধরলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি আরো বলেন, মাছের উৎপাদন বাড়াতে অবৈধ জাল বন্ধে শুধু জেলা প্রশাসনকে কাজ করলে হবে না, যৌথভাবে সবাইকে কাজ করতে হবে। তাহলে আমাদের মৎস সম্পদ বাড়বে। আর মৎস সম্পদ বাড়লে দেশের মানুষের মাছের চাহিদা পূরণ হবে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া বাজারে কেএন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মৎস্য উৎপাদন বাড়াতে মাছের অভয়ারণ্য বাড়াতে হবে। দেশীয় মাছ খাদ্য তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়ত কাজ করছে।
মৎস্যজীবীদের সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখতে হয়। এই সময় সরকার তাদের সহায়তা প্রদান করে।