Published : Saturday, 30 November, 2024 at 11:47 PM
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মুসলিম প্রধান দেশগুলোকে একত্রিত হয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর দেওয়া হয়।
এরদোয়ান জানান, তুরস্ক মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি তুরস্ক। সেই সঙ্গে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আসছে দেশটি।
এরদোয়ানের বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার গুরুত্ব তুলে ধরে। তার বক্তব্য নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।