রাত ১১টায় স্টাডিও জিউসেপ মেজা সিরি আ-তে এমপোলির বিপক্ষে মাঠে নামবে এসি মিলান। বুন্দেসলিগায় রাত সাড়ে ১১টায় জার্মান ক্লাসিকোয় মুখোমুখি হবে ডর্টমুন্ড-বায়ার্ন। লীগ ওয়ানে রাত ২টায় পিএসজির প্রতিপক্ষ নঁতে।
লা লিগায় দারুণ শুরুর পর কিছুটা হোঁচট খেয়েছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও শেষ দুম্যাচে জিততে পারেনি কাতালানরা। রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর ড্র করেছে সেল্টা ভিগোর মাঠে। দুই নম্বরে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে এখনও চার পয়েন্টে এগিয়ে আছে। যদিও খেলেছে এক ম্যাচ বেশি।
প্রিমিয়ার লিগে জয়ের ধারায় থাকার চ্যালেঞ্জের সামনে আর্সেনাল। তাদের সামনে ম্যানসিটি, ব্রাইটন ও চেলসিকে টপকে টেবিলের দুইয়ে উঠে আসার সুযোগ আছে। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পাঁচে এখন মিকেল আর্তেতার দল। হেড টু হেডে শেষ ৬ দেখায় হ্যামারদের মাত্র দুবার হারাতে পেরেছে আর্সেনাল।