৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। মূলত আসন্ন ৫৮তম বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় শুরু হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) ফজর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরসহ টঙ্গী ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তাবলীগ জামাতের মাওলানা জোবায়ের অনুসারীদের তিন চিল্লার পুরাতন সাথীদের ‘পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা’।
জোড় ইজতেমায় দেশের সব জেলা থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের পুরাতন সাথীরা আগমন করছেন। দেশের ৬৪ জেলা ছাড়াও বিশ্বের ১২-১৩টি দেশের ৪ শতাধিক বিদেশি মেহমান আগমন করবেন বলে জানা যায়।
দেশের বিভিন্ন জেলা থেকে বৃহস্পতিবার রাতে থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন। আগত সকল সাথীদের নিয়ে শবগুজারির মাধ্যমে জোড় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বলে জানা যায়।
অপরদিকে,আগামী ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা পালন করবেন মাওলানা সাদ গ্রুপের অনুসারী।