Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ দেশের ৮ কোটি শ্রম শক্তির সুরক্ষায় কাজ করবে শ্রম সংস্কার কমিশন ■ সমন্বয়কদের ওপর হামলা গুরুত্ব দিয়ে দেখছে সরকার ■ পাকিস্তানে ইমরান খানের এক হাজার সমর্থক গ্রেপ্তার ■ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে যে আলোচনা হলো ■ সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপাল কেন্দ্রীয় ব্যাংক ■ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ■ কুয়েটের শিক্ষকসহ ১২ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত
দুই র‌্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
Published : Thursday, 28 November, 2024 at 3:49 PM, Update: 28.11.2024 3:52:57 PM

দুই র‌্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দুই র‌্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া অসংখ্য গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

অভিযুক্তরা হলেন, সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। 

তাদের ট্রাইব্যুনালে হাজিরে পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ট্রাইব্যুনালের আদেশের বিষয়টি গণমাধ্যমকে জানান। 

তিনি বলেন, আজ ট্রাইব্যুনালে তাদের প্রডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়। ট্রাইব্যুনাল আগামী ২ ডিসেম্বর তাদের হাজির করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।'

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে। বিচারের জন্য আইন সংশোধন হয়েছে। ট্রাইব্যুনাল ভবন মেরামতের কাজও শেষ পর্যায়ে। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, ১৪ দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যাসহ একশত ২৫টির বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে।

গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। আর ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন, তদন্ত সংস্থা নিয়োগ দেওয়া হয়। গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় ১৬ বছরের শাসনের পতন হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
দ্বিতীয় দিনের মত কর্মবিরতিতে চট্টগ্রাম আদালত
চট্টগ্রাম প্রতিনিধি
Thursday, 28 November, 2024
জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 28 November, 2024
আদালতে আত্মসমর্পণ ম্যাজিস্ট্রেট উর্মির
নিজস্ব প্রতিবেদক
Thursday, 28 November, 2024
হলমার্কের জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 28 November, 2024
কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 27 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up