Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সমন্বয়কদের ওপর হামলা গুরুত্ব দিয়ে দেখছে সরকার ■ পাকিস্তানে ইমরান খানের এক হাজার সমর্থক গ্রেপ্তার ■ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে যে আলোচনা হলো ■ সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপাল কেন্দ্রীয় ব্যাংক ■ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ■ কুয়েটের শিক্ষকসহ ১২ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত ■ ইসকন ইস্যুতে আমরা কী করছি, জানতে চায় ভারতের গণমাধ্যম
এবার রাজধানীতে হাসনাতকে গাড়ি চাপা দেয়ার চেষ্টা
Published : Thursday, 28 November, 2024 at 1:38 PM

হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসুদের শেয়ার করা ছবি

হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসুদের শেয়ার করা ছবি

চট্টগ্রামের পর এবার রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।

এর আগে গতকাল বুধবার চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে তাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।

এর আগে একই দিন দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ওই জানাজায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।

পরবর্তীতে সাইফুল ইসলাম আলিফের মরদেহ দাফনের পর কবর জিয়ারত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

এদিকে, আইনজীবীকে হত্যার ঘটনায় চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে যৌথবাহিনী। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন আইনজীবী আলিফ। এ ছাড়াও পুলিশের ১২ জন সদস্যও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 27 November, 2024
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭
কুমিল্লা প্রতিনিধি
Tuesday, 26 November, 2024
কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Sunday, 24 November, 2024
অক্টোবরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৪৭৫ জনের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 23 November, 2024
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 19 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up