Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী প্রমাণিত ■ বিএসএমএমইউর নতুন ভিসি ■ আমু-কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের ■ মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ ■ বাংলাদেশ কঠিন সময় পার করছে, ঐক্যবদ্ধ থাকতে হবে ■ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না ■ ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব
বদলে গেল প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম
Published : Thursday, 28 November, 2024 at 12:05 PM

প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম বদলে গেলো

প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম বদলে গেলো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গত কয়েকবছর ধরে আয়োজিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এর নাম বদলে গেছে।

এ প্রতিযোগিতার নতুন নাম রাখা হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’।

এ দুই টুর্নামেন্টের নাম বদলের সিদ্ধান্তের কথা মঙ্গলবার মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, এটি পলিসি ডিসিশন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুর্নামেন্ট দুটির নাম বদলের সিদ্ধান্ত কিছুদিন আগে হয়েছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েছিলাম।

২০১০ সাল থেকে প্রতিবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট' আয়োজন করে আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মাঝে মহামারীর জন্য ২০২০ ও ২০২১ সালে এ প্রতিযোগিতার আয়োজন করা যায়নি।

চলতি বছর ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৭ লাখ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। গত এপ্রিলে প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর অন্য অনেক ক্ষেত্রে সংস্কারের মত এ দুটি টুর্নামেন্টের নাম বদলে গেল।

মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত জানিয়ে ব্যবস্থা গ্রহণ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের লিখিত নির্দেশনা জারি করা হয়েছে বলে  জানিয়েছেন অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, গত ৭ নভেম্বর স্বাক্ষরিত এক আদেশে ওই দুই টুর্নামেন্টের নাম পরিবর্তনের কথা অধিদপ্তরকে জানায় মন্ত্রণালয়। সে বিষয়ে ব্যবস্থা নিতে মঙ্গলবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠি দেয়া হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
রোনালদোর জোড়া গোলে জিতল আল নাসর
ক্রীড়া ডেস্ক
Saturday, 30 November, 2024
দুই লেগের মাঝে দুই মাসের বিরতি
ক্রীড়া ডেস্ক
Sunday, 24 November, 2024
লাল-সবুজ জার্সিতে ধোঁয়াশায় হামজা
ক্রীড়া ডেস্ক
Saturday, 23 November, 2024
মায়ামির কোচ থেকে মার্তিনোর পদত্যাগ
ক্রীড়া ডেস্ক
Wednesday, 20 November, 2024
মার্তিনেজের গোলে আর্জেন্টিনার জয়
ক্রীড়া ডেস্ক
Wednesday, 20 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up