Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ■ ৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার ■ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া ■ ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন ■ সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস ■ আইনজীবী সাইফুল হত্যায় গ্রেপ্তার ২৭ ■ বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলো ইমরান খানের দল
অবশেষে যুদ্ধবিরতিতে ইসরায়েল-হিজবুল্লাহ
Published : Wednesday, 27 November, 2024 at 10:16 AM

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি হামলার পরের দৃশ্য

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি হামলার পরের দৃশ্য

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে বিরতি দিয়েছে ইসরায়েল। যার ফলে, আপাতত অবসান ঘটেছে ১৪ মাসের রক্তক্ষয়ী সংঘাতের।

বুধবার (২৭ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ইসরায়েল গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। স্থানীয় সময় ভোর ৪টা থেকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 

যুদ্ধবিরতি শুরুর আগে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ১০-১ ভোটে এই চুক্তি অনুমোদন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের অস্থায়ী প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলার পর বাইডেন নিশ্চিত করেন যে, স্থানীয় সময় ভোর ৪টায় যুদ্ধ বন্ধ হবে।

গত বছর গাজার যুদ্ধের রেশ ধরে ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘাত শুরু হয়। এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান হবে বলে আশা করা যাচ্ছে।

বাইডেন বলেন,  স্থায়ীভাবে শত্রুতা নিরসনের পরিকল্পনায় এই চুক্তি করা হয়েছে। হিজবুল্লাহসহ অন্য কোনো সশস্ত্র সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না।

তিনি আরও জানান, ৬০ দিনের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। একইসঙ্গে লেবাননের সেনাবাহিনী সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে যাতে হিজবুল্লাহ তাদের দল পুনর্গঠন করতে না পারে।

যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও মন্তব্য করেনি হিজবুল্লাহ। তবে দলটির শীর্ষ কর্মকর্তা হাসান ফাদলাল্লাহ বলেছেন, লেবাননের রাষ্ট্রীয় কর্তৃত্ব আমরা মেনে নিচ্ছি। তবে যুদ্ধের কারণে আমাদের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, তিনি যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রস্তুত তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে যথাযথ জবাব দেয়া হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই চুক্তিকে একটি সফল পরিণতি বলে উল্লেখ করেছেন। লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বো হাবিব জানিয়েছেন, দক্ষিণ লেবাননে অন্তত ৫ হাজার সেনা মোতায়েন করা হবে।

যুদ্ধবিরতি নিয়ে ইরান, ফিলিস্তিনের হামাস ও ইয়েমেনের হুথিদের থেকে কোনও মন্তব্য করা হয়নি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
অবশেষে যুদ্ধবিরতিতে ইসরায়েল-হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 27 November, 2024
ইসরায়েলি হামলায় গাজায় ৩৫ ফিলিস্তিনি নিহত
নিজস্ব প্রতিবেদক
Monday, 25 November, 2024
লেবাননে ইসরায়েলের হামলায় একদিনে নিহত ৫৯
নিজস্ব প্রতিবেদক
Saturday, 23 November, 2024
ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিন নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Friday, 22 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up