Published : Monday, 25 November, 2024 at 11:59 PM, Update: 26.11.2024 1:11:55 AM
অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশও ইনিংস ঘোষণা করে। ১৮১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৩৪ রান।
১৮১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ করেন দুই ওপেনার ক্রেইগ ব্রাফেট ও মিকাইল লুইস। এরপরই ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
১৮ বলে ৮ রান করা লুইসকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। দলীয় ৩৯ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ বলে ৩ রান করে কিসি কার্টিকেও সাজঘরে ফেরান তাসকিন।
এরপর উইকেট নেওয়ার কাতারে যোগ দেন শরীফুল। ব্রাফেটকে আউট করেন তিনি। ৩৫ বলে ২৩ রান করে ফিরে যান এই ক্যারিবিয়ান অধিনায়ক। এরপর আথানাজে ও হজ মিলে প্রতিরোধ গড়েন। ৪০ রানের জুটি গড়েন তারা।
দলীয় ৮৯ রানে ১৫ রান করে আউট হন হজ। এরপর ৬ রান যোগ করতে আরও দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আথানাজে ৪২ ও জাস্টিন গ্রেভস করেন ২ রান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। শেষ পররযন্ত ৪৬ ওভার ১ বলে ১৫২ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। বাংলাদেশের পক্ষে তাসকিন ৬টি ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি উইকেট।