পল্টনের শ্রম ভবন ঘেরাও করে রেখেছেন গার্মেন্টস শ্রমিকরা। মূলত গাজীপুরের প্রিন্স জ্যাকার্স সোয়েটার্সের ৫ মাস এবং নায়াগ্রা গার্মেন্টস ৩ মাসের বকেয়া বেতন এবং শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার দাবিতে এই কাজ করেন তারা।
রোববার সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।
শ্রমিকরা জানান, প্রিন্স জ্যাকার্স সোয়েটার্সের মালিক তাদের পাঁচ মাসে বেতন দিচ্ছে না। পাশাপাশি নোটিশ ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে কারখানা।
এছাড়া বহিরাগতের দিয়ে কারখানা ভাঙচুর চালিয়ে উল্টো শ্রমিকদের নামে মামলা দেওয়া হয়েছে। এই মামলায় দুই জন শ্রমিক কারাগারে আছেন। তাদের মুক্তি ও বেতনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।
এদিকে, দুপুর থেকে বেতনের দাবিতে নায়াগ্রা গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। এ কারণে ভবনটিতে আটকে আছেন শ্রম ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।