Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কর্মসূচি স্থগিত, ডিএমপি সাথে বৈঠক সোমবার ■ রেমিট্যান্স প্রবাহ এ মাসে আরও ঊর্ধ্বমুখী ■ সোহরাওয়ার্দী-নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত ■ ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা ■ কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় বাড়ালো সরকার ■ সড়ক বন্ধ করে বিক্ষোভ, ভোগান্তিতে নগরবাসী ■ শপথ নেয়ার পর যা বললেন নতুন সিইসি
সড়ক বন্ধ করে বিক্ষোভ, ভোগান্তিতে নগরবাসী
Published : Sunday, 24 November, 2024 at 3:40 PM

ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভে সড়কে সৃষ্টি হয়েছে যানজট

ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভে সড়কে সৃষ্টি হয়েছে যানজট

টানা কয়েকদিন ধরে চলছে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ কর্মসূচি। সকাল-বিকাল সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন চালকরা। এরই ধারাবাহিকতায় আজ রোববার ( ২৪ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বেলা ১১টার দিকে জড়ো হয়েছেন হাজারো ব্যাটারিচালিত রিকশাচালক। এসময় পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয় যায়। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে চলাচলকারী বাসে আটকে থাকা শত শত যাত্রী।

আসাদগেট এলাকা থেকে সাভার পরিবহনে চড়ে আসা একজন যাত্রী রাকিবুল হাসান জানান, তাকে বহন করা বাসটি মৎস্য ভবনের কাছাকাছি পৌঁছানোর পর যানজটের কারণে আকটা পড়ে। পরে তিনি জানতে পারেন প্রেসক্লাবের দিকে রাস্তা বন্ধ করে আন্দোলন চলছে। উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে তিনি হেঁটে রওনা দেন শুলিস্তানের উদ্দেশে।

আরেকযাত্রী শফিকুর রহমান বলেন, বর্তমানে রাস্তাঘাটের যে পরিস্থিতি, কথা কথায় সড়ক বন্ধ করে দেয়। সাধারণ মানুষ নিয়ে কেউ ভাবে না। আন্দোলন তো আরও অনেকেভাবেই করা যায়। কিছু হলেই রাস্তা বন্ধ করে দেয়ার এই প্রবণতা বন্ধ হওয়া উচিত।

এছাড়া আজ  সকাল থেকে  মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেয়ার দাবিতে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে  সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকেরা। এ কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে ডিএমপির তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস  বলেন, কিছু পয়েন্টে সড়কে বিক্ষোভের কারণে যানবাহনের ধীরগতি রয়েছে। এসব কারণে মগবাজারে ফ্লাইওভারে গাড়ির চাপ বেড়েছে। ধীরে ধীরে চাপটা আরও কিছুক্ষণ বাড়বে ধারণা করা হচ্ছে  তিনি বলেন, ঢাকাতে এক জায়গায় সড়ক বন্ধ  হলে অন্যান্য এলাকায় চাপ সৃষ্টি হতে সময় লাগে না। বিকালের দিকে চাপ বাড়তে পারে বলে জানান তিনি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কর্মসূচি স্থগিত, ডিএমপি সাথে বৈঠক সোমবার
নিজস্ব প্রতিবেদক
Sunday, 24 November, 2024
সড়ক বন্ধ করে বিক্ষোভ, ভোগান্তিতে নগরবাসী
নিজস্ব প্রতিবেদক
Sunday, 24 November, 2024
শনিবার রাজধানীতে যেসব দোকান-পাট বন্ধ
দেশসংবাদ ডেস্ক
Saturday, 23 November, 2024
সরে গেছেন রিকশাচালকেরা, ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
Friday, 22 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up